ডেস্ক রিপোর্ট | সকলের কন্ঠ
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় হামলাকারীদের শনাক্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা। তবে নিরাপত্তার স্বার্থে কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন।
এর আগে, সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর (ভিসি)সহ প্রায় ২২৭ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে লাঠিসোটা নিয়ে একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তবে এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সময় যমুনা টিভির একজন সংবাদকর্মীর ক্যামেরা ছুড়ে ফেলার ঘটনাও ঘটে। এতে একাধিক শিক্ষার্থী আহত হন।
হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়।
প্রায় এক মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি, দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি প্রদান করতে হবে। প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও এখনো দাবি পূরণ হয়নি।