ডেস্ক রিপোর্ট | সকলের কন্ঠ
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দূতাবাস জানিয়েছে, ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে কাজ করছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়—
যারা ভিসা জালিয়াতিতে জড়িত থাকবে, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একইসঙ্গে যারা অবৈধ অভিবাসীদের সহায়তা করবে বা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
পোস্টে আরও বলা হয়, “কোনো দেশের যদি নিরাপদ সীমান্ত না থাকে, তবে সেই দেশ জাতি হিসেবে টিকে থাকতে পারে না।” যুক্তরাষ্ট্র সেই নিরাপত্তা নিশ্চিত করতেই ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানায় দূতাবাস।
এই ঘোষণার পর ভিসা প্রত্যাশীদের প্রতি সতর্কতা জারি করেছে দূতাবাস। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘোষণা শুধু ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে না, বরং ভুয়া দালাল ও অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা কমাতেও ভূমিকা রাখবে।