ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। সদ্য সমাপ্ত মাসের ৩০ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে ২ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসীদের জন্য প্রণোদনা এবং ব্যাংকিং সেবার মানোন্নয়নের ফলেই রেমিট্যান্স প্রবাহে এ ধারা অব্যাহত রয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে।
এর আগে জুলাই মাসে প্রবাসী আয় হয়েছিল ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। টানা দুই মাসের এই প্রবৃদ্ধি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে সর্বকালের সর্বোচ্চ রেমিট্যান্স—৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ শতাংশ।
প্রবাসী আয় বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য অবদান রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।