ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং, তারা আসলে আওয়ামী লীগের অংশ হিসেবেই কাজ করছে। এখন তারা প্রকাশ্যেই আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এজন্য তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন তিনি।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আদীব।
চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন—এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আরিফুল ইসলাম আদীব জানান, বৈঠকে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন এনসিপি নেতারা। এ ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল।
এ প্রসঙ্গে আদীব বলেন, সরকারি সংস্থাগুলো তাদের পুরনো কাঠামো ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। অতীতে গুমের ঘটনাতেও এসব বাহিনীর সংশ্লিষ্টতা ছিল, যা এখনই বন্ধ করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করা উচিত। এরপর নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও সক্ষমতার জায়গাটি যথাযথভাবে নিশ্চিত করবে। একইসঙ্গে অতীতে সরকারি সংস্থার পক্ষ থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে—এবার সেই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, গুম কমিশনের পরামর্শ বাস্তবায়ন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।