ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচনে কোনো ধানাই-পানাই হবে না। এটা আমাদের কমিশনের চ্যালেঞ্জ, যা পাশ কাটানোর কোনো সুযোগ নেই।” তিনি নির্বাচন কমিশন এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রত্যাশার চেয়েও বেশি ভোটার এবার অংশ নিতে পারেন। তিনি জানান, দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও ভোট দিতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
অন্য কমিশনাররা মত দেন যে, এবারের নির্বাচন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কৃচ্ছতার পরিবর্তে মিতব্যয়ী হওয়ার নীতি অনুসরণ করা হবে।
নির্বাচন কমিশনের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন কঠোর অবস্থানে রয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।