নিজস্ব প্রতিবেদক | সকলের কণ্ঠ
আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ১ নভেম্বর প্রকাশ হতে পারে সম্পূরক ভোটার তালিকা।
ইসির সূত্র জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) প্রণীত নির্বাচনী রোডম্যাপে ভোটার তালিকা প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেখানে ভোটের তপসিল বা ভোটগ্রহণের তারিখ উল্লেখ নেই।
গতকাল বুধবার রোডম্যাপ অনুমোদন করেছে কমিশন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবারই এ রোডম্যাপ ঘোষণা হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হয়, তবে ভোটের অন্তত দুই মাস আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই তপসিল ঘোষণা করা হয়। যেহেতু ভোটার তালিকা ৩০ নভেম্বর চূড়ান্ত হবে, তাই ডিসেম্বরের শুরুতেই তপসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানান, আগে দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে নতুনভাবে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়া ২১ লাখ ৩২ হাজার ৫৯০ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
এ বছর ইসি মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করছে—
- ২ মার্চ: প্রথম ভোটার তালিকা
- ৩১ আগস্ট: হালনাগাদের চূড়ান্ত তালিকা
- ৩০ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা (১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে)