ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, জেলা ও উপজেলা পর্যায় থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতেই এই আসরের আয়োজন করেছে বিসিবি।
টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে। প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ—প্রথমটি সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর দেড়টায়।
সেমিফাইনাল দুটি হবে আগামী ৮ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা পুরস্কার। প্রথমদিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে ফরটিস কুমিল্লা ও এ বি ব্যাংক নোয়াখালী।
বিসিবি আশা করছে, এই আঞ্চলিক প্রতিযোগিতা থেকে জাতীয় দলে খেলার মতো নতুন প্রতিভা উঠে আসবে।