ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দাবি উপস্থাপন করলে সহজেই সমাধান করা সম্ভব।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. মোখলেস উর রহমান বলেন, “বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, যা মোটেও বিচক্ষণতার কাজ নয়। তাদের দাবির বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব।”
তিনি আরও জানান, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েট শিক্ষার্থীদের উত্থাপিত দাবির সঙ্গে আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্পৃক্ত রয়েছে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
সিনিয়র সচিব বলেন, “শিক্ষার্থীরা যদি সঠিক নিয়মে তাদের দাবি জানায়, সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে। তাই আন্দোলনের বদলে আনুষ্ঠানিক প্রস্তাবই হতে পারে সঠিক পথ।”