ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে সংঘটিত ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান সরাসরি জড়িত।
মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, গত বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় ইরানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
আলবানিজ বলেন, “এই ঘটনাগুলো আমাদের সমাজে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা এবং সামাজিক সম্প্রীতি দুর্বল করার একটি নকশা।”
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং আরও তিনজন কূটনীতিককে বহিষ্কার করা হবে। পাশাপাশি, তেহরান থেকে নিজেদের কূটনীতিকদেরও দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ক্যানবেরা।
অন্যদিকে, ইরান এই অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
ক্যানবেরা পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে গোপন বৈরী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলল। এর আগে গত মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অন্তত ১৪টি দেশ যৌথ বিবৃতিতে ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর হত্যা, অপহরণ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বৃদ্ধির নিন্দা জানিয়েছিল।