ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
কারাগারকে শাস্তি নয়, সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক জানান, দীর্ঘদিন ধরে কারা অধিদপ্তরে জনবল সংকট ছিল। ইতোমধ্যে সরকার নতুন জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে। পাশাপাশি আরও দেড় হাজার পদ সৃষ্টির জন্য চাহিদা পাঠানো হয়েছে।
কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দিদের চিকিৎসা সুবিধা জোরদারে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আধুনিকায়নের অংশ হিসেবে বন্দিদের অভিযোগ ও মতামত গ্রহণে নতুন পদ্ধতি চালুর কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “কারাগার থেকে বন্দিরা মাঝে মাঝেই আমাকে ফোন করে। তাদের কথা শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই।”