ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, তাকে মেরে ফেললেও তিনি কোনো সাধারণ ডায়েরি (জিডি) করবেন না। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, “আমি যা বলেছি, তাতে যদি ছাত্ররা, অন্য দলের কর্মীরা বা জামায়াত-শিবির ও মুক্তিযুদ্ধবিরোধী কেউ আহত হন, তবে তারা রাজনৈতিকভাবে এর জবাব দিন। এজন্য কাউকে হত্যা করার কোনো যুক্তি নেই। আমার বাসার সামনে ভিড় জমানোও অনর্থক।”
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তিনি। একই অভিযোগে রোববার রাত সাড়ে ১২টার পর তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ হয়। একপর্যায়ে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আমি মনে করি। আমার বাসা থেকে ফোন করার ১০ মিনিটের মধ্যে পুলিশ এসেছে। এটা আমি অস্বীকার করছি না। তবে এখনও বিক্ষোভকারীরা অবস্থান করছেন বলে জানি।”
ফজলুর রহমান আরও জানান, তিনি নিজে যেমন জীবন নিয়ে চিন্তিত, তার চেয়েও বেশি শঙ্কিত পরিবারকে নিয়ে। “মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে লজ্জাজনক,” যোগ করেন তিনি।
নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, “আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে মেরে ফেললেও কোনো জিডি করব না। ছাত্ররা যদি মনে করে আমি অপরাধ করেছি, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, আদালতে বিচার হোক বা কারাগারে পাঠাক।”
৫ আগস্টের ঘটনাকে মেনে নিতে পারছেন না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এটার কোনো জবাব দেব না।” সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।