ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের পরপরই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগন্যান্ট।” এছাড়া একজন প্রশ্ন করলে তিনি জানান, এটি ভাড়া বাসা নয়; বরং তার চাচা ও দাদার বাড়ি। তিনি বাবার এই অবস্থায় দাদার কবর জিয়ারত করতে এসেছিলেন।
অভিযানের সময় তিনি কুরআনের কসম কেটে পালাবেন না বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে গাড়িতে তোলার সময় প্রশ্ন করেন, “আমরা ডিবিতে যাচ্ছি না তো?” তখন পাশে থাকা সদস্যরা তাকে জানান, তারা সিআইডি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ সহযোগিতা করলেও মামলার বিস্তারিত তাদের জানা নেই। পরবর্তীতে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিদের তালিকায় তৌহিদ আফ্রিদির নাম ১১ নম্বরে রয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।