ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু এলাকার ওপারে ফের ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। নয়দিনের ব্যবধানে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সোয়া ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত থেমে থেমে গুলিবর্ষণের বিকট শব্দে পুরো সীমান্তাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির শব্দে তুমব্রু বাজার এলাকা ও আশপাশের গ্রামগুলোতে চরম ভীতির সঞ্চার হয়। অনেকেই দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। হিন্দুপাড়া, বাজারপাড়া, কোনারপাড়া ও পশ্চিম পাড়ার গ্রামবাসী নিরাপত্তাহীনতায় রাত কাটান। শিশু ও নারীদের মাঝে আতঙ্ক সবচেয়ে বেশি দেখা দেয়।
কোনারপাড়া বাজার ব্যবসায়ী আবদুল আলিম, মোহাম্মদ হোসন ও ছৈয়দ নুর জানান, হঠাৎ গোলাগুলির শব্দে সবাই ভীত হয়ে পড়েন। তারা বলেন, মিয়ানমারের সীমান্ত চৌকি তুমরু রাইট ক্যাম্প বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। স্থানীয়দের ধারণা, এ চৌকি দখলে নিতে আরসা বিদ্রোহীরা আকস্মিক হামলা চালায়। এতে উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে।
গ্রামবাসীর মতে, আরসা ক্যাম্পে হামলা চালালে পাল্টা জবাব দেয় আরাকান আর্মি। পুরো ঘটনাই মিয়ানমারের ভেতরে ঘটলেও তার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের সীমান্ত এলাকায়।
ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর মোহাম্মদ ভুট্টো জানান, দীর্ঘদিন পর গত ১১ আগস্ট সীমান্তে দেড় ঘণ্টার মতো গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। নয়দিনের মাথায় ফের একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলাম বলেন, “গোলাগুলির ঘটনা ঘটলেও এটি বাংলাদেশের ভেতরে নয়। আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।”