ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ডালের দাম হঠাৎ করে লাগামহীন হয়ে পড়েছে। মশুর, ছোলা ও মুগসহ সব ধরণের ডালের কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। খুচরা বাজারে এ বৃদ্ধির প্রভাব আরও বেশি পড়ায় বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা।
যখন মাছ-মাংসের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে, তখন ভরসা থাকে ডালের ওপর। কিন্তু সম্প্রতি ডালের বাজারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাইকারি পর্যায়ে এক মাসের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ২০ টাকা, খুচরায় এর চেয়ে আরও বেশি। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ ক্রেতারা।
ছোটদানার মশুর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। পাশাপাশি দেশি মশুর ডালের দামও ঊর্ধ্বমুখী।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধিই মূলত ডালের বাজারে অস্থিরতার কারণ। স্থানীয় উৎপাদন কম হওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু সেই আমদানিতে নানা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কার্যত চুপ রয়েছে।
হঠাৎ করে কেন এভাবে দাম বাড়ল—সে বিষয়ে সরকারের কোনো সংস্থার তদারকি নেই। প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, পাইকারি পর্যায় থেকেই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম, যা নিয়ন্ত্রণে কেউ নেই।
তিনটি নিত্যপণ্যের মধ্যে ট্রাকে স্বল্পমূল্যে মশুর ডাল বিক্রি করছে টিসিবি। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ চাহিদার তুলনায় অপ্রতুল এবং ডালের মান নিয়েও প্রশ্ন রয়েছে।