ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “এই ঘটনায় আমার নাম আসায় আমি বিস্মিত। যাকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে, তার বক্তব্য জোরপূর্বক আদায় করা হয়েছে।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। আসিফ মাহমুদের ভাষ্য, রাতে দেরি পর্যন্ত কাজের কারণে কখনও কখনও ভোর হয়ে যায়, তখন বাসায় খাবার না থাকায় তিনি প্রায়ই ৩০০ ফিট এলাকার নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। বন্ধ পেলে গুলশানের হোটেল ওয়েস্টিনে যান।
তবে জানে আলম অপুর দাবি অনুযায়ী যেদিন আসিফ মাহমুদের সঙ্গে তার গুলশানে দেখা হয়েছিল, সেদিন সেখানে গিয়েছিলেন কি না, তা মনে নেই বলে জানান এই উপদেষ্টা।
সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে যাওয়া ব্যক্তিটি তিনি কিনা—এ প্রশ্নে আসিফ মাহমুদের জবাব, “হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলা হয়, সেটি কতটা বিশ্বাসযোগ্য? তদন্ত চলছে, তাই এ বিষয়ে বেশি কিছু বলব না।”
আসিফ মাহমুদ আরও বলেন, জানে আলম অপুকে তিনি চেনেন ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদে থাকার সময় থেকে। তখন অপু সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির সঙ্গে যুক্ত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাদের দেখা হয়নি।
তিনি অভিযোগ করেন, “এ ধরনের ঘটনার পর আবার শুনছি, স্ত্রী পরিচয়ে কেউ সংবাদ সম্মেলন করে বলেছে, অপুকে গুম করে জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে, আমাদের আয়নাঘরে এসব হতো। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এসব অকার্যকর হয়ে যায়। আবার কি আমরা সেই প্র্যাকটিসে ফিরছি? বিষয়টি উদ্বেগজনক।”