ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে প্রথম দফায় বরাদ্দ অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। রোববার (১১ আগস্ট) মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট ২৪২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
প্রাপ্ত অনুমোদনের মধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। একেকজন আমদানিকারক ৫০০ মেট্রিকটন থেকে সর্বোচ্চ ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন।
শর্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করতে হবে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত এবং বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে অবহিত করতে হবে।
এছাড়া আমদানিকৃত চাল মূল বস্তাতেই বিক্রি করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়, যাতে বাজারে মান ও উৎস নিয়ে কোনো বিভ্রান্তি না তৈরি হয়।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য বাজারে চালের সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য স্থিতিশীল রাখা। তারা আশা করছেন, বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে আমদানি ও সরবরাহ সম্পন্ন করবেন।