ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) অভিযানে প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ। রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলার ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ এবং আল জাজিরা উভয় পক্ষ।
আল জাজিরার বরাতে জানা যায়, ওই হামলায় আনাস আল শরিফ ছাড়াও আরও অন্তত ৭ জন নিহত হন, যাদের মধ্যে ৫ জন সাংবাদিক ছিলেন। আহত হয়েছেন আরও কয়েকজন গণমাধ্যমকর্মী। ঘটনাস্থল ছিল হাসপাতালে চিকিৎসা কাভারেজে থাকা সাংবাদিকদের অস্থায়ী কর্মস্থল।
অন্যদিকে আইডিএফের দাবি, তারা হামলা চালিয়েছে হামাসের একটি ঘাঁটিতে, যেখানে আল শরিফ অবস্থান করছিলেন। তাদের অভিযোগ— আনাস আল শরিফ নাকি হামাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইসরায়েলি সেনা ও দখলদার বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তারা বলছে, এটি ছিল গণমাধ্যমের ওপর সরাসরি হামলা, যা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যমকর্মী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে “পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক হত্যার জঘন্য উদাহরণ” হিসেবে আখ্যা দিয়েছেন এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন।