ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা সিটি দখল নয়, বরং হামাসের নিয়ন্ত্রণ থেকে শহরটি মুক্ত করাই তার মূল উদ্দেশ্য। রবিবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা গাজা সিটিকে হামাসমুক্ত করা, দখল করা নয়।”
গাজা সিটিতে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা এবং ইসরায়েলের ভেতরেও বিক্ষোভ দেখা দেয়। এসব প্রতিক্রিয়ার পর নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে তার পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেন।
নেতানিয়াহুর পাঁচ দফা পরিকল্পনা
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষিত নীতিগুলো হলো—
- হামাসের নিরস্ত্রীকরণ
- সকল জিম্মিকে ফেরত আনা
- গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধ
- উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রাখা
- বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা
নেতানিয়াহু বলেন, যুদ্ধ-পরবর্তী গাজা নিরস্ত্র থাকবে এবং ইসরায়েল সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্ব পালন করবে। গাজার সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে, যারা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী হবে।
তার ভাষায়, “হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি নয়। তাই আমাদের আর কোনো বিকল্প নেই—কাজ শেষ করতে হবে এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে।”