ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আগামী মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নোটটি ছাড়া হবে এবং পরে দেশের অন্যান্য শাখায় পাওয়া যাবে। রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকছে না, তবে বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের চাহিদা মেটাতে ১০০ টাকা মূল্যমানের নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যে রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
নতুন ১০০ টাকার নোটের বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটটির আকার ১৪০ মিমি x ৬২ মিমি এবং এটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত। নোটে জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, আর রঙে নীলের আধিক্য।
নোটের সামনের বাঁ পাশে থাকবে ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাটের ছবি, মাঝখানে থাকবে জাতীয় ফুল শাপলার ছবি। পেছনের দিকে মুদ্রিত রয়েছে সুন্দরবনের দৃশ্য।
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ মিমি চওড়া লাল ও রুপালি রঙের নিরাপত্তা সুতা, যেখানে খচিত আছে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও ‘১০০ টাকা’। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সামনের ডান নিচে তিনটি ছোট বৃত্ত রাখা হয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে।
এর আগে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট
গত ১ জুন বাজারে ছাড়া হয় নতুন নকশার ১০০০, ৫০ ও ২০ টাকার নোট। এর আগে সব নোটে বঙ্গবন্ধুর ছবি থাকার কারণে চলতি বছরের এপ্রিলের শুরুতে নতুন নোট বিতরণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, ফলে বাজারে নোটের ঘাটতি তৈরি হয়।
নতুন ১০০০ টাকার নোট ছিল ১৬০ মিমি x ৭০ মিমি আকারের, বেগুনি রঙের আধিক্যসহ। এতে ছিল জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি, পেছনে জাতীয় সংসদ ভবন এবং ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য।
৫০ টাকার নোট ছিল ১৩০ মিমি x ৬০ মিমি আকারের, গাঢ় বাদামি রঙের। সামনের বাঁ পাশে আহসান মঞ্জিল এবং পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ এর ছবি, মোট ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্যসহ।
২০ টাকার নোটের আকার ছিল ১২৭ মিমি x ৬০ মিমি, সবুজ রঙের আধিক্যসহ। এতে ছিল কান্তজিউ মন্দিরের ছবি এবং পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।
বাংলাদেশ ব্যাংকের নতুন ১০০ টাকার নোট বাজারে আসার ফলে নোটের নকশা ও নিরাপত্তায় আধুনিকায়নের আরেক ধাপ সম্পন্ন হবে।