ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উদ্ধার অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া জেলেদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের সহকর্মীরা। নিহতরা হলেন—আজাদ ও ইদ্রিস। মরদেহ দুটি শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ।
তিনি বলেন, “বিকেলে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।”
এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরে একটি ফিশিং বোটের ধাক্কায় ‘আনিকা’ নামের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে মাছ ধরতে গিয়ে পতেঙ্গা এলাকা অতিক্রম করে গভীর সমুদ্রে প্রবেশের পর দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পেছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে তা দ্রুত ডুবে যায়। এতে ১১ জন জেলে কাছাকাছি থাকা একটি নৌযানে উঠে প্রাণে বাঁচলেও আটজন নিখোঁজ হন। তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও বাকি ছয়জনের সন্ধান মেলেনি।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ