ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রত্যাশিত বৈঠক আগামী ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠককে কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।
শুক্রবার (৮ আগস্ট) ওভাল অফিসে আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি। পরে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন, পুতিনের সঙ্গে বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধান নিয়ে নানা বিকল্প আলোচনা করবেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি কার্যকর ও স্থায়ী সমাধানের পথ বেরিয়ে আসতে পারে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি ডজনখানেকের বেশি বিশ্বনেতার সঙ্গে আলোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার প্রশাসনের ধারাবাহিক যোগাযোগ চলছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প মস্কো-কিয়েভ সংঘাত নিরসনে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে গত বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ, যা উভয় পক্ষই ‘ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করেছে।