ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ভারত যুক্তরাষ্ট্র থেকে নির্ধারিত অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। একইসাথে বাতিল করা হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফর।
শুক্রবার (৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স একাধিক ভারতীয় সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। সেখানে ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তির আওতায় বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে হঠাৎ করেই সফর এবং অস্ত্র ক্রয় পরিকল্পনা উভয়ই স্থগিত করে দিল্লি।
ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “মার্কিন শুল্কনীতি এবং সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতিপথ সামনে আসার পরেই সম্ভাব্য আলোচনা হতে পারে অস্ত্র চুক্তি নিয়ে।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত এসেছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে। গত বুধবার (৬ আগস্ট) তিনি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলেছে।
এদিকে দিল্লির প্রতিক্রিয়ায় ভারতের স্বার্থ রক্ষার কৌশল স্পষ্ট বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে এই পদক্ষেপ দুই দেশের কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা অংশীদারিত্বে দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।