সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট
গাজীপুর, ৮ আগস্ট ২০২৫
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন আসামি পালানোর পরিকল্পনা করেছিল। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কারাগারের জেলার মো. আসাদুর রহমান গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলাটি করেন।
পালানোর চেষ্টাকারী তিন আসামি হলেন— টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার শ্রী রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কারাগারের সহকারী প্রধান রক্ষী মোখলেছুর রহমান তমাল ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে ধাক্কার শব্দ শুনতে পান। পরদিন ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় কারা কর্তৃপক্ষ যেসব উপকরণ উদ্ধার করে, তা রীতিমতো হতবাক করে দেয়। উদ্ধার করা হয়—
একটি লোহার পাত
দুই টুকরো রড
কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা রশি
কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা একটি বেল্ট
লোহার তৈরি দুটি আংটা
১০ ফুট লম্বা একটি খুঁটি
এইসব উপকরণ দিয়ে তারা জেল থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
জিজ্ঞাসাবাদে বন্দিরা স্বীকার করে, তারা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার মতো পরিস্থিতির সুযোগে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাদের বক্তব্য অনুযায়ী, সেই সময়কার বিশৃঙ্খলার মতো পরিস্থিতি সৃষ্টি হলে এই উপকরণ ব্যবহার করে তারা পালিয়ে যেত অথবা সেই সুযোগের অপেক্ষায় ছিল।
এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক ফরহাদ হোসেন জানান, “তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল। এক ধরনের নিরাপত্তা ফাঁকির অপেক্ষায় ছিল তারা। এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশের সকল কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, “হাই সিকিউরিটি কারাগারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”