ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মস্কো: আসন্ন দিনে মুখোমুখি বৈঠকে বসতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিসি ও রুশ রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাশিয়া টুডে’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, দুই নেতার বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে, তবে নিরাপত্তার কারণে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, “বৈঠক আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আমাদের কাছে গ্রহণযোগ্য।”
রাশিয়া টুডের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার মস্কো সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সঙ্গে বৈঠক করেন পুতিন। পরে সাংবাদিকরা বৈঠকের ভেন্যু সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, “রাশিয়ার অনেক বন্ধু রয়েছে যারা এ ধরনের উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাত হতে পারে একটি বিকল্প।”
এর আগে, বুধবার (৬ আগস্ট) রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব নিয়ে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করেন। উশাকভের ভাষায়, “আমরা আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছি।”
এদিকে ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে চান তিনি। যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে শুক্রবার (৮ আগস্ট)।