ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাই জোন এলাকার আশপাশে থাকা প্রায় ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা রাজউককে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক সদর দফতরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে রাজউককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আশা করছি, তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, “তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাটাই এখন একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে এটি চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল সক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেবিচকে দুর্নীতির অভিযোগ বিষয়ে প্রশ্নে সিদ্দিক বলেন, “আমি বলছি না যে বেবিচকে দুর্নীতি হয় না। তবে আমার নেতৃত্বে কেউ চোখের সামনে দুর্নীতি করে পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধে বেবিচক অভ্যন্তরীণভাবে কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।
এসময় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিষয়ে তিনি বলেন, “কিছু অবকাঠামোগত কাজ বাকি থাকলেও দ্রুতই বিমানবন্দরটি চালু হবে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।”
সভায় বেবিচকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।