ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধেই—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করব। প্রস্তুতি সে অনুযায়ীই চলছে।”
ইসি সানাউল্লাহ আরও জানান, আগামী মাস থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দেশে সচেতনতামূলক কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় তিনি বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকালীন সময় আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসি সব প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন কমিশনার সানাউল্লাহ।