ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন। এ ছাড়া তিনি একাধিক আসনে প্রার্থী হতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সকলের কণ্ঠ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, “নির্বাচনের তপশিল ঘোষণা হলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তিনি একাধিক আসনে নির্বাচন করার চিন্তা করছেন।”
এ সময় হুমায়ুন কবির আরও জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এটি ছিল একটি একান্ত রাজনৈতিক বৈঠক।
বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হুমায়ুন কবির জানান, “বৈঠকে বিএনপি ক্ষমতায় এলে কেমন দেশ গড়তে চায়, তাদের নির্বাচনী রূপরেখা কী, এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা কেমন হবে—এই মৌলিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে।”
বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈঠক বিদেশি কূটনৈতিকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মহলের রাজনৈতিক পর্যবেক্ষণের জন্যও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, একাধিক আসনে প্রার্থিতা এবং দেশে প্রত্যাবর্তনের ঘোষণা, উভয় বিষয়ই বিএনপির রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।