ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
যুক্তরাষ্ট্র ভারতের কৃষিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর পর কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষক, খামারি ও জেলেদের স্বার্থে ভারত কোনো আপস করবে না—এমনই সাফ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি এ জন্য যদি চড়া মূল্যও দিতে হয়, তাতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন মোদী।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যেই মোদীর এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, তিনি কৃষি খাতকে ঘিরে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করতে রাজি নন।
মোদীর ভাষায়, ‘কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপস করবে না।’ তিনি আরও বলেন, ‘এই দেশের কৃষকের পক্ষে দাঁড়াতে হলে যদি কোনো মূল্য দিতে হয়, তাও আমি দিতে প্রস্তুত।’
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর হুঁশিয়ারি দিয়েছিল—ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ না করলে শুল্ক আরও বাড়ানো হবে। সেই হুমকির বাস্তবায়ন হিসেবেই বুধবার মার্কিন কর্তৃপক্ষ শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা ভারতের বাজারে নিজেদের কৃষিপণ্যের প্রবেশাধিকার চাইলেও নয়াদিল্লি তা নাকচ করেছে। একইসঙ্গে ভারতের বাজারে মার্কিন পণ্য প্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে শুল্ক দিতে হয় আমদানিকারকদের। এর বিপরীতে ভারত যুক্তরাষ্ট্রে নিজেদের কৃষিপণ্য রপ্তানি করে, যা এখন শুল্ক বৃদ্ধির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।