ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চার লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
দ্রুত আমদানি কার্যক্রম শুরুর লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত ৫০ হাজার টন অকটেন আমদানিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে।
সভায় শিল্প মন্ত্রণালয়ের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস-এ রূপান্তর প্রকল্পের ভারতীয় অংশের রোপওয়ে নির্মাণকাজ আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বাস্তবায়ন করবে, যার ব্যয় ধরা হয়েছে ৮৯০ কোটি ১০ লাখ টাকা। পুরো অর্থই সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। যদিও প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ছিল ২০২১ সাল পর্যন্ত, তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য খুলনা শিপইয়ার্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে একটি ছোট রিসার্চ ভ্যাসেল কিনতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ওই রিসার্চ ভ্যাসেলের নিরাপদ বার্থিংয়ের জন্য একটি পন্টুন, জেটি এবং গ্যাংওয়ে নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সিদ্ধান্ত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিল্প উৎপাদন বাড়ানো এবং গবেষণা খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।