সংবাদ প্রতিবেদনসকলের কণ্ঠ | ডেস্ক রিপোর্ট | ৭ আগস্ট ২০২৫
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে। সকাল ১০টার পর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজীকরণ করা পণ্যে এ শুল্কহার প্রযোজ্য হবে। ফলে নির্ধারিত সময়ের আগেই রপ্তানি সম্পন্ন করতে একপ্রকার দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে রপ্তানিকারকরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্ক এড়াতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিগত কয়েকদিন ধরে আগামভাবে পণ্য ডিপোতে পাঠাচ্ছে। এর ফলে প্রতিদিন গড়ে ৮০০ কনটেইনার বেশি রপ্তানি হচ্ছে। বন্দরের ১৯টি কনটেইনার ডিপোতে ইতোমধ্যে ১৫ হাজার ৪০০ কনটেইনার জমা হয়েছে। যার অধিকাংশই যুক্তরাষ্ট্রমুখী পণ্য।
শুল্ক বাড়লেও চুক্তিতে কিছুটা স্বস্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় পাল্টা শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ৩১ জুলাই বাংলাদেশ-মার্কিন কর্মকর্তাদের তৃতীয় দফা বৈঠকে সমঝোতার ভিত্তিতে পাল্টা শুল্ক ২০ শতাংশ নির্ধারিত হয়। ফলে সামগ্রিকভাবে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যে শুল্ক বেড়ে দাঁড়াবে ৩৫ শতাংশেরও বেশি, কারণ আগে থেকেই গড়ে ১৫ শতাংশের বেশি শুল্ক কার্যকর ছিল।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আগে এখনো দরকষাকষির সুযোগ রয়েছে। তিনি মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন।
রপ্তানিতে আগাম প্রস্তুতির সুফল
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘অনেক রপ্তানিকারক ১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রমুখী পণ্য জাহাজীকরণ সম্পন্ন করেছেন। ফলে জুলাই মাসে রপ্তানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।’
তিনি জানান, সময়সীমার মধ্যে পণ্য পৌঁছাতে কারখানাগুলো রাতদিন কাজ করেছে। এতে তৈরি পোশাক খাতে বিশেষভাবে যুক্তরাষ্ট্রগামী পণ্য আগেভাগেই রপ্তানি করা সম্ভব হয়েছে।
চট্টগ্রামের এশিয়ান-ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম জানান, গত জুলাই মাসে পোশাক রপ্তানি হয়েছে প্রায় ৩৯৬ কোটি মার্কিন ডলারের। এর মধ্যে ৮২ কোটি ডলার মূল্যের পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। এই পরিমাণের ৬০ শতাংশই চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হয়েছে।
বাংলাদেশের তুলানির্ভরতা দিতে পারে প্রতিযোগিতামূলক সুবিধা
বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক গণনা শুরু হয় রপ্তানিকারক দেশের বন্দর ছাড়ার সময় থেকে। সে হিসেবে যেসব পণ্য ১০টার আগে রপ্তানি হবে, সেগুলো নতুন শুল্ক এড়াতে পারবে।
তিনি আরও বলেন, “নতুন শুল্ক কাঠামোয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কমপক্ষে ২০ শতাংশ কাঁচামাল ব্যবহারে উৎপাদিত পণ্যে শুল্ক ছাড় পাওয়া যাবে। বাংলাদেশের তুলানির্ভর তৈরি পোশাক খাতে এটি বড় সুবিধা দেবে। কারণ, আমাদের ব্যবহৃত তুলার বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে।”
ডিপো ও বন্দর ব্যস্ত, রপ্তানিতে রেকর্ড প্রবাহ
কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, আগস্টেও আমেরিকামুখী কনটেইনার রপ্তানির হার বেশি। জুলাই মাসে ৯৯ হাজার কনটেইনার রপ্তানির জন্য ডিপোতে জমা হয়, যার মধ্যে ৮১ হাজার কনটেইনার রপ্তানি হয়। সাধারণত প্রতি মাসে গড়ে ৬০-৬৫ হাজার কনটেইনার রপ্তানি হয়।
সমুদ্রপথে দেশের মোট রপ্তানির ৯৯ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য কাভার্ডভ্যানে করে কারখানা থেকে ডিপোতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে শুল্কায়ন শেষে বন্দরের জেটিতে স্থানান্তর করা হয়।