সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট:
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত দুই কর্মকর্তাকে অন্য ক্যাডারে যোগদানের অনুমতি দিয়ে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) প্রকাশিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন—৪০তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ, গাজীপুর) নাজমুল হোসেন এবং ৪১তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ, সারদা) বিশাল কুমার জাজোদিয়া।
দুই কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের গত ৩১ মে ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নাজমুল হোসেন ৪৩তম বিসিএসের শুল্ক ও আবগারি ক্যাডারে এবং বিশাল কুমার জাজোদিয়া একই বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগদানের জন্য পুলিশ ক্যাডার থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়।
প্রসঙ্গত, বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ অনেক প্রার্থী যোগদানের আগে কিংবা পরে অন্য পছন্দের ক্যাডারে যোগদানের সুযোগ পান। এটি প্রশাসনিক নিয়ম অনুযায়ী অনুমোদিত একটি প্রক্রিয়া।