ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা, ৬ আগস্ট:
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) নতুন স্থানে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা আজ বুধবার (৬ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের মোট ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। ওই তালিকায় ছিলেন একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের গতিশীলতা, কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এসব পদায়ন করা হয়েছে।