ঢাকা, খিলক্ষেত:
খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিতে খিলক্ষেত থানা বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সাবেক যুবদল সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন দেওয়ান। এছাড়াও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালিটি এলাকা জুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।