ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ বুধবার, ৬ আগস্ট ২০২৫
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন শিশু ও চারজন নারী।
দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ফিরে আসা প্রবাসী বাহারউদ্দিনকে আনতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারীরা। সেখান থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রাণহানির শিকার সাতজনই একই পরিবারের সদস্য।
এদিকে, হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসীর ঘরে ফেরা আনন্দের মুহূর্ত যে এমন করুণ পরিণতি বয়ে আনবে—তা কেউ কল্পনাও করেননি।
নিহতদের মধ্যে যারা ছিলেন:
বাহারউদ্দিনের স্ত্রী
তার মেয়ে
আরও দুই নারী আত্মীয়
তিনজন শিশু