ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা, ৫ আগস্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ সময় উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।”
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই আয়োজনকে কেন্দ্র করে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল ১১টা থেকে শুরু হবে সংগীত পরিবেশনা, যেখানে অংশ নেবে দেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পীগোষ্ঠী।
প্রধান ঘোষণাপত্র পাঠের পাশাপাশি সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে একটি বিশেষ ড্রোন শো, এবং রাত ৮টায় থাকবে জনপ্রিয় ব্যান্ডদলগুলোর পরিবেশনা, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে।
এদিকে, অনুষ্ঠানস্থলে ব্যাপক জনসমাগমের কারণে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে তৎপর থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল।
জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ঘোষণাপত্র পাঠকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘোষণাপত্র বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।