ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা, ৪ আগস্ট:
আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই এ ঘোষণা পাঠ করবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তা সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দিনব্যাপী এসব আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ এলাকা।
‘৩৬ জুলাই’ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। দিনভর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালিত হবে দিনটি। সম্ভাব্য বিপুল জনসমাগম সামাল দিতে ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী সকাল ১১টায় পরিবেশিত হবে ‘টং’ এর গান। এরপর একে একে পারফর্ম করবেন—
১১:২০ মিনিটে: সাইমুম শিল্পী গোষ্ঠী
১১:৪০ মিনিটে: কলরব শিল্পী গোষ্ঠী
১২:০৫ মিনিটে: নাহিদ
১২:৩০ টায়: তাশফির
দুপুর ১টার নামাজের বিরতির পর সংগীত পরিবেশন করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর ২:২৫ মিনিটে উদযাপন করা হবে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’।
সন্ধ্যায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, এরপর কনসার্ট ও ড্রোন শো
‘পলায়ন ক্ষণ’ উদযাপনের পর ফের শুরু হবে কনসার্ট। বিকেলে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, এবং ওয়ারফেজ ব্যান্ড।
আসরের নামাজের বিরতির পর বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ আন্দোলনের সংগঠকরা। সবার অংশগ্রহণে হবে এ ঐতিহাসিক ঘোষণার পাঠ।
এছাড়া, ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় শুরু হবে শেষ ধাপের আয়োজন—
বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা পরিবেশনা করবেন
মাগরিবের নামাজের বিরতির পর পরিবেশনা করবেন এলিটা করিম
এর পরই অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো, যা রাতের আকাশে ইতিহাসের দৃশ্যপট তুলে ধরবে
দিনশেষে পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল