ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
টাঙ্গাইলের সখীপুরে দুই সন্তানের সামনে স্ত্রী কাকুলি আক্তারকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী মেহেদী হাসানকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ এর টাঙ্গাইল সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন।
র্যাব জানায়, প্রযুক্তিগত সহায়তায় মেহেদীর অবস্থান নিশ্চিত হওয়ার পর গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, একই দিন সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী পালিয়ে যায়। তাদের দুই সন্তান মায়ের হত্যাকাণ্ডের সময় বাসায় উপস্থিত ছিল।
নিহত কাকুলির চাচাতো ভাই বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘাতক মেহেদী হাসান টাঙ্গাইলের গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।