ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
খুলনায় আল আমিন (৩০) নামে এক ঘের ব্যবসায়ীকে নির্মমভাবে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত আল আমিন খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং সাহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি এলাকার একটি সড়ক দিয়ে হাঁটছিলেন আল আমিন। এ সময় পরিকল্পিতভাবে তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় দৌলতপুর থানা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে খুলনা সিআইডি (CID) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে মাঠে কাজ করছেন পুলিশের একাধিক টিম। আমরা খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো বলে আশাবাদী।”
নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব না কি পূর্বশত্রুতা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।