ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ //
চলতি আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য বিরল এক ছুটির সুযোগ তৈরি হয়েছে। সামান্য পরিকল্পনায় মিলতে পারে টানা পাঁচ দিনের ছুটি। তবে এজন্য অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করতে হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট (সোমবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। দিনটি এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করা হচ্ছে।
এরপর ৯ ও ১০ আগস্ট (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে, যদি কেউ ৬ ও ৭ আগস্ট (মঙ্গলবার ও বুধবার) অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন টানা ৫ দিনের ছুটি—৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত।
উল্লেখ্য, এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে সরকার ৫ আগস্টকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। তাতে বলা হয়, প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং দিনটি সাধারণ ছুটি হিসেবে বিবেচিত হবে।
এই টানা ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকে পরিবার নিয়ে ভ্রমণ বা বিশ্রামের পরিকল্পনা করতে পারেন। বিশেষ করে যারা আগে থেকেই ছুটি জমিয়ে রেখেছেন, তাদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম সেরা অবকাশ।