সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট |
ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস। শনিবার (২ জুলাই) এক বিবৃতিতে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনটি।
বিবৃতিতে হামাস জানায়, যতদিন না পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণাঙ্গ ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন তারা কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না। তারা স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের।
হামাসের এমন ঘোষণার ফলে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনা। কারণ গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলের অন্যতম প্রধান শর্ত হলো হামাসের নিরস্ত্রীকরণ। এ নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হলেও, গত সপ্তাহেই তা ভেস্তে যায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের গাজা সফর নিয়েও তীব্র সমালোচনা করেছে হামাস। তারা দাবি করে, এই সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলের আগ্রাসনকে বৈধতা দেওয়া এবং হামাসের প্রতিরোধের ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করা।
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই হামাস নিজেদের ‘প্রতিরোধ আন্দোলন’ হিসেবে উপস্থাপন করে আসছে। সংগঠনটি বলছে, যতদিন ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব, নিপীড়ন ও বৈষম্য চলবে, ততদিন প্রতিরোধই তাদের একমাত্র পথ।