ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ //
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত ‘জুলাই গণহত্যা’ মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ আজ রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
গতকাল শনিবার (২ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মামলার প্রথম দিনে জুলাই আন্দোলনের আহত ভুক্তভোগীরা সাক্ষ্য দেবেন। এই সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হলো।
এর আগে, চলতি বছরের ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন।
এই মামলার তিন আসামির মধ্যে দুইজন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তিনিই আজকের সাক্ষ্যগ্রহণের অন্যতম কেন্দ্রবিন্দু।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নির্বিচারে গুলি, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল এই মামলাটি গ্রহণ করে।