ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ //
ভারতের কর্ণাটকে সাবেক সংসদ সদস্য এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।
শনিবার (২ আগস্ট) এমপি-এমএলএদের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট এই রায় দেন। সাজা ঘোষণার সময় আদালত প্রজ্বলকে ১১ লাখ রুপি জরিমানাও করেন।
ভুক্তভোগী নারী রেভান্না পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউসে গৃহপরিচারিকার কাজ করতেন। মামলার বিবরণে উঠে আসে, সেই সময়ই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয়। বর্তমান মামলায় রায় হলেও বাকি তিনটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।
রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন প্রজ্বল রেভান্না। আদালতের কাছে দয়া চেয়ে বলেন, “আমার একটি পরিবার আছে। আমি ছয় মাস ধরে আমার মা-বাবাকে দেখতে পাইনি। আমাকে দয়া করে কম শাস্তি দিন।”
তবে বিচারক তার আবেদনে কর্ণপাত করেননি। আদালত রায় ঘোষণার সময় বলেন, “প্রভাবশালী অবস্থানকে ব্যবহার করে অপরাধ করা হয়েছে, যা আরও নিন্দনীয়।”
অন্যদিকে, রেভান্নার পরিবার দাবি করেছে, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের অভিযোগ, বর্তমান রাজ্য সরকার কংগ্রেসের প্ররোচনায় এই মামলায় জড়ানো হয়েছে প্রজ্বলকে।
উল্লেখ্য, প্রজ্বল রেভান্না ২০২৪ সালের ৩১ মে জার্মানি থেকে ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হন। তার বিরুদ্ধে একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ইউরোপে পালিয়ে যান।