ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপারেশন সকাল ৭টায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে চলে। সার্জারি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির বলেন, “অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কোনো জটিলতা না ঘটলে সাত দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন।”
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়লেও, চিকিৎসকেরা ডিহাইড্রেশনের আশঙ্কা করেন।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে ধরা পড়ে হার্টে পাঁচটি ব্লক, যার মধ্যে তিনটি ছিল গুরুতর মাত্রার, বাকি দুটি প্রায় ৫০ শতাংশ ব্লক।
এমন জটিলতা মাথায় রেখেই ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠন করা হয় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। তারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দেন। তবে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে তিনি বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতেই আমি দেশের ভেতরে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”