ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
অন্তর্বর্তী সরকার আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবে। শনিবার (২ আগস্ট) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। সেইসঙ্গে আরও জানানো হয়, এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ও কাঠামো শিগগিরই জানানো হবে।
এর আগে গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ৫ আগস্টের মধ্যেই ঘোষণা প্রকাশের কথা জানান।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রটি ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশের প্রস্তুতি চললেও, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জাতীয় সংহতির স্বার্থে তা পিছিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সমন্বিত ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এই প্রক্রিয়ায় যোগ দেয় এবং তা স্বাগত জানায়।
এর ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। দলগুলোর মতামত ও সুপারিশ বিবেচনায় এনে এক পর্যায়ে একটি খসড়া তৈরি করা হয়। সেই খসড়া আবার দলগুলোর কাছে পাঠানো হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ নির্ধারণ করা হয়।
আসন্ন ৫ আগস্ট বিকেলে চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন একটি মাইলফলক রচিত হবে, এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল। ঘোষণাপত্রে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কার বিষয়ে দিকনির্দেশনা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এখন অপেক্ষা শুধু মঙ্গলবার বিকেলের আনুষ্ঠানিক ঘোষণার। দেশবাসীর দৃষ্টি এখন সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে।