ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ |
যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে আরও ৩৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায়, এ দফায় ফেরত পাঠানোর প্রাথমিক তালিকায় ৬০ জনের নাম থাকলেও শেষ পর্যন্ত ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
সূত্র আরও জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এবং ফেরত পাঠানোর সময় এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে। কাউকে হাতকড়া পরানো হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে শুরু থেকেই মানবিক আচরণের অনুরোধ জানানো হয়েছিল, এবং যুক্তরাষ্ট্র সে অনুরোধে সাড়া দিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের তদারক করে তিনটি সরকারি সংস্থা— হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
২০২১ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই ২৯ জানুয়ারি একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এই আদেশ অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, ভারত, ব্রাজিলসহ আরও অনেক দেশের নাগরিককে ফেরত পাঠানো হয়। তবে, অন্য অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলেও, বাংলাদেশিদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা হয়েছে বলে জানা গেছে।