ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ১০৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) এ রায় ঘোষণা করা হয়।
বিবিসির বরাতে জানা গেছে, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। সেসময় হাজারো পিটিআই সমর্থক সেনা ক্যাম্প, সরকারি ভবন ও প্রতীকী স্থাপনায় হামলা চালায়। প্রাণহানি ঘটে অন্তত ১০ জনের। এরপর থেকেই দলটির ওপর শুরু হয় ব্যাপক ধরপাকড় এবং দমনমূলক অভিযান।
সাম্প্রতিক ঘোষিত রায়ে বিরোধীদলীয় নেতা ও পিটিআইর শীর্ষস্থানীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে রায়ে দলটির ছয় সংসদ সদস্যকে তাদের আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে এই রায়ের তীব্র সমালোচনা করেছে পিটিআই। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘পাকিস্তানের বিচার ইতিহাসে এমন লজ্জাজনক নজির আগে কখনো দেখা যায়নি। শুধুমাত্র ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক লড়াইয়ের প্রতি বিশ্বস্ত থাকার কারণেই আমাদের নেতাকর্মীদের শাস্তি দেওয়া হয়েছে।’ দলটি আরও জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবে।