ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে, এই চাঁদাবাজির ঘটনায় গুলশান থানা পুলিশ প্রথম দফায় পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক চারজনের রিমান্ড চলছে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চক্রটির মূল পরিকল্পনার নানা দিক।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে রাজনীতির ছত্রচ্ছায়ায় অবস্থান করে প্রভাবশালীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও কয়েকজনের নাম পুলিশের নজরদারিতে রয়েছে।
এই চাঁদাবাজির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া জানে আলম অপু এর আগেও একাধিক মামলায় জড়িত ছিলেন, তবে এবারই প্রথম তিনি ডিবির সরাসরি অভিযানে গ্রেপ্তার হলেন।
ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণসহ ডিজিটাল ফরেনসিক সহায়তা নিচ্ছে। চক্রটি কীভাবে সাবেক এমপির বাসা চিহ্নিত করল এবং চাঁদা দাবি করল, সে বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।