ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এর ফলে ব্রাজিলের পণ্যে মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে, যা দেশটির রপ্তানি খাতে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র বরাত দিয়ে জানা গেছে, শুল্ক আরোপের পেছনে “রাজনৈতিক নিপীড়ন, ভীতি প্রদর্শন, সেন্সরশিপ ও বলসোনারোর বিচার প্রক্রিয়ায় হয়রানি”-কে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেস এর বিরুদ্ধে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ দমন ও আইনবহির্ভূতভাবে বলসোনারো সমর্থকদের আটক করার অভিযোগ তুলে তাকে নিষেধাজ্ঞার আওতায় আনতেও প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিচারক মোরেস ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর অভ্যুত্থান ষড়যন্ত্র-সংক্রান্ত তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।
এই তদন্তে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ উঠেছে, যা ওয়াশিংটনের কাছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উপস্থাপন করেছে ট্রাম্প প্রশাসন।
চলতি মাসের শুরুতেই ট্রাম্প ব্রাজিলকে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, “লুলা দা সিলভার নেতৃত্বাধীন সরকার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিকভাবে হয়রানিমূলক ব্যবস্থা নিচ্ছে।”