ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ীভাবে সংবিধান বা আইনের আওতায় সংযুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যরাও কর্মসূচিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। অল্প সময়ের মধ্যেই সড়কজুড়ে ব্যাপক জনসমাগম হওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শাহবাগে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অবস্থানে রাজনৈতিক স্লোগান না থাকলেও, প্ল্যাকার্ড ও ব্যানারে ফুটে উঠেছে তাদের একটিই দাবি— “জুলাই সনদ শুধু দাবি নয়, এটি আমাদের অধিকার।”
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি নেই। তাদের অভিযোগ, সরকার কেবল প্রতিশ্রুতি দিয়েই দায়িত্ব শেষ করেছে। এতে করে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জীবন-মানস ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুলাই যোদ্ধারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। আশ্বাস দিয়ে আন্দোলন থামানোর কোনো পরিকল্পনা নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তারা স্পষ্ট ভাষায় বলেন— “জুলাই সনদ বাস্তবায়নে এখনই সময়। প্রতিশ্রুতির ওপর আর ভরসা নেই। প্রয়োজনে শাহবাগে স্থায়ী মঞ্চ গড়ে অনশন পর্যন্ত করব।”
অবস্থান কর্মসূচির কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলেও শাহবাগ মোড়ে জড়ো হওয়া অনেক পথচারী ও সাধারণ নাগরিক তাদের প্রতি সংহতি জানিয়েছেন। কেউ কেউ খাবার ও পানিও সরবরাহ করেছেন আন্দোলনকারীদের।