ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠপ্রকাশ: ৩১ জুলাই ২০২৫
রাজধানীর পূর্বাচল আবাসিক এলাকায় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাগুলোর বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই অভিযোগ গঠন করেন। আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন বিচারক।
তিন মামলার মধ্যে প্রথমটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। একই দিনে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
এর আগে আদালতের নির্দেশে, গত ১ জুলাই একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে তারা কেউই উপস্থিত না হওয়ায় আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
উল্লেখ্য, পূর্বাচলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্লট বরাদ্দে অনিয়ম, প্রভাব খাটানো ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় অভিযোগ করা হয়, অবৈধভাবে আত্মীয়-স্বজন ও ক্ষমতাবানদের নামে বিশেষ শ্রেণিভুক্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় নীতিমালার পরিপন্থী।
দুদক সূত্র জানায়, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে যে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে এই প্লট বরাদ্দ দেওয়া হয় এবং এর পেছনে আর্থিক লেনদেনেরও তথ্য রয়েছে।